Search

বাজরিগার পাখির ডিমে বাচ্চা মারা যায় কেন

Post by
বাজরিগার পাখি পালকদের জন্য সবচেয়ে বড় সমস্যা হল কেন তাদের পাখিরা (বাজরিগার পাখি, লাভ বার্ড, ফিঞ্ছ পাখি ) বেশির ভাগ সময়ই ডিম পারে কিন্তু ঐ ডিম থেকে বাচ্চা বের হয় না বা ডিম ফারটাইল হয় না কেন। আবার মাঝে মাঝে বাজিগর পাখির ডিম ফারটাইল হলেও পাখির ডিমে বাচ্চা মারা যায় তাই আজকে আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করবো। https://www.youtube.com/watch?v=SRDdGpw-QGA নিচের এই কয়েকটি প্রশ্ন প্রায়ই সব নতুন ব্রিডাররা এক্সপার্ট ব্রিডারদের করে থাকেঃ  কেন ডিম হ্যাচ করে না বা কেন ডিম থেকে বাচ্চা বের হয় না ? ডিমের ভেতরে বাচ্চা মারা যায় কেন ?কেন পাখি ডিম ভেঙে ফেলে বা ডিম খেয়ে ফেলে ? উপরক্ত সমস্যাগুলির কারণ নিন্মে উল্লেখ করা হয়েছে এবং এর সমাধানও করা হয়েছে আমাদের আজকের এই ব্লগ পোস্ট টিতে। তাই আমদের আজকের এই ব্লগটি মনোযোগ সহকারে পড়ুন। বাজরিগার পাখির ডিমে বাচ্চা মারা যায় কেন বাজরিগার পাখির ডিমে বাচ্চা মারা যাওয়ার কিছু কারনঃ ১/ দুর্বল শুক্রাণুর কারণে পাখির বাচ্চাদের মৃত্যু হয়।   ২/ সেম ব্লাডলাইনের পাখিদের মধ্যে প্রজনন সম্পূর্ণ হলে বাচ্চা পাখি মারা যায়।( সেম ব্লাড লাইন বলতে একই পাখির ঘরের বাচ্চা ) ৩/ প্রজনন মৌসুমে পাখিকে ঠিক মত প্রস্তুত না করা হলে বাচ্চা মারা যায়। (এখানে প্রস্তুত বলতে বিভিন্ন প্রকার ভিটামিন কোর্স, মিনারেল কোর্স আরও বিভিন্ন কোর্সকে বুঝানো হয়েছে ) ৪/পাখিদের যদি অল্প বয়সে প্রজনন সম্পূর্ণ করা হয় বা এডাল্ট হওয়ার পূর্বে পাখিদের যদি জোড়া দেয়া হয় তাহলে তারা ডিম পারলে বা ডিম দিলে ঐ ডিম থেকে বাচ্চা না হতেও পারে। ৫/ পাখি রাখার জায়গা বা স্থান ঠিক না করলে বাচ্চা মারা যায়। ৬/ একটা পাখিকে বেশি বিরক্ত করলে ডিমের বাচ্চা মারা যায়। ৭/ পাখিকে ডিম পাড়ার জন্য ছোট হাড়ি বা মটকা দিলে পাখি ডিমে তা বা তাপ দিতে পারেনা তখন পাখির ডিমের ভেতরের বাচ্চা গুলা মারা যায়। ৮/ ডিমের আর্দ্রতা ভালো না হলে বা ডিমে ঠিক মত তাপ না দিলে ডিমের বাচ্চা মারা যায়। ৯/ পাখিদেরকে খুব গরম পরিবেশে রাখলে ডিমের বাচ্চা মারা যায়। ১০/ পাখির পায়খানা বা ময়লা ডিমে লেগে থাকলে ডিমের বাচ্চা মারা যায়। এছাড়াও এইসব বাচ্চা পাখিদের মৃত্যুর আরও অনেক কারণ রয়েছে। আর আমরা আজকে এখানে কিছু প্রধান পয়েন্ট হাইলাইট করেছি । সো আমাদের আজকের ব্লগটি এই পর্যন্তই। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে ব্লগটিকে একটি লাইক করুন এবং নিচে একটি কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। পাখির বেপারে আরও জানতে আমাদের অনন্যাও ব্লগ গুলো পরুন
Back to Top