বাজরিগার (Bajrika Pakhi) এর খাবার তালিকা:

Post by
বাজরিগার (Bajrika Pakhi) এর খাবার তালিকা:
বাজরিগার (Bajrika Pakhi) এর খাবার তালিকা:

বাজরিগার পাখি (Bajrika Pakhi) হচ্ছে বর্তমানে পৃথিবীর অন্যতম জনপ্রিয় পোষা পাখি। এই বাজরিকা পাখি হচ্ছে অস্ট্রেলিয়ার পূর্ব ও দক্ষিণ-পশ্চিম উপকূল অঞ্চলে বসবাসকারী বনাঞ্চলের পাখি। এই পাখি নানান রঙের হওয়ায় দিন দিন এর পালনকারীর সংখ্যা ক্রমাগত বেড়েই যাচ্ছে ।

আর এই পাখি পালন করার সবচেয়ে বড় সুবিধা হল এই পাখিকে খাঁচায় পালন করা যায়। আর যদি আপনি এই পাখিকে ভালো একটি পরিবেশ দিতে পারেন তাহলে এই পাখিটি আপনাকে আরও রঙ্গিন রঙ্গিন ছোট বাচ্চা পাখি উপহার দিবে। তবে এই পাখি লালন পালন করার কিছু নিয়ম আছে এই পোষা পাখিদেরকে (Bajrika Pakhi) পালন করতে একটু ভিন্ন নিয়ম অনুসরণ করতে হয়।

সাধারণত যেই খাঁচায় এই বাজ্রিকা পাখি (Bajrika Pakhi) পালন করা হয়ে থাকে সেই খাঁচাটির একটি নির্দিষ্ট মাপ আছে যা উচ্চতায় ৭ থেকে ৮ ইঞ্চি লম্বা। আর এই খাঁচায় পালন করা পাখির ওজন ৩৫ থেকে ৪০ গ্রাম পর্যন্ত হয়।

বাজরিগার পাখি (Bajrika Pakhi) প্রাকৃতিকভাবে সবুজ ও হলুদের সঙ্গে কালো রং এবং সাদা ও ধুসর কালারের হয়ে থাকে। এছাড়াও থাকে নীল, সাদা, হলুদ রং এর ছোপ।

তবে আমি আজকে খুব সাধারণ একটি বিষয় নিয়ে কথা বলব, তা হল প্রতিদিন বাজরিগার (Bajrika Pakhi) এর খাবার বা সিডমিক্স এ কি কি থাকতে পারে এবং কি পরিমানে থাকতে পারে আর অন্যান্য কি খাবার দেয়া যেতে পারে এই পাখিদেরকে।

আজকে আমরা বাজরিগার পাখির খাদ্য তালিকায় যেসকল শস্যদানা রাখা যায় তার ৫ কেজি খাবারের মিশ্রনের উপকরণ নিয়ে কথা বলবো।

বাজরিগার (Bajrika Pakhi) এর খাবার:

বাজরিগার (Bajrika Pakhi) এর খাবার তালিকা:
বাজরিগার (Bajrika Pakhi) এর খাবার তালিকা:

এই ৫ কেজি সিডমিক্স খাবারে যেসকল উপকরণ থাকতে পারে তাহলো:

  • কাউন-৩ কেজি
  • চিনাঃ ০.৫ কেজি
  • গুজি তিলঃ ০.২৫ কেজি
  • পোলাও চালের ধানঃ ১ কেজি
  • ক্যানারি সিডঃ ০.২৫ কেজি

এই খাবার গুলোর বাইরে পাখিকে অন্য কিছু দেয়ার দরকার নেই আর বেশি পরিমানে সূর্যমুখী বীজ দেয়া যাবেনা কারণ বেশি পরিমানে সূর্যমুখী বীজ দিলে তা পাখির শরীর এ ফ্যাট বাড়িয়ে তুলে।

অন্যান্য খাবাবের মধ্যে পাখিকে আমরা যা যা দিতে পারি তাহলো:

  • সিদ্ধ
  • ডিম
  • পালং শাক
  • কলমি

শাক,বরবটি,মটরশুটি,গাজর,আপেল এগুলো পাখিকে কাচা খেতে দেয়া যায় মাঝে মাঝে ।

মাঝে মাঝে একটু খাটি মধু এবং ঘৃতকুমারির শাস পানিতে মিশিয়ে দিতে পারেন ।

Leave a comment