budgie growth stages day 45 thumb

বাজরিগার পাখির বাচ্চা বেড়ে ওঠার গল্প

Post by

যখন বাজরিগার পাখিরা ভালোভাবে জোড়া নেয় এবং ব্রিডিং মোডে আসার পর তারা যখন মেটিং করে তখন তারা ৭-৮ দিন এর মাথায় ডিম পারে।
 এই ডিম এ ১৮-২০ দিন তাপ দিলে ডিম থেকে বাচ্চা বের হয় আর আজকে আমরা সেই বাচ্চা বড় হওয়ার ধাপ গুলো আপনাদের সাথে শেয়ার করবো ।

বাজরিগার পাখির বাচ্চা বেড়ে ওঠার ধাপ সমূহঃ


প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনে পাখি একটু একটু করে মাথা নারাতে শিখে ।

বাজরিগার পাখির বাচ্চা বেড়ে ওঠার গল্প
বাজরিগার পাখির বাচ্চা বেড়ে ওঠার গল্প



চতুর্থ ও পঞ্চম দিনে পাখিকে তার মা বা ফিমেল পাখি খাওয়ানো শুরু করে ।


bajrigar new born baby
ষষ্ঠ,সপ্তম,অষ্টম,নবম ও দশম দিন পর্যন্ত পাখির বাচ্চাদের চোখ ফুটে না। আর কিছু দিন পরে তারা তাদের আকারের চারগুণ হবে।

১১ তম দিনের দিন পাখির বাচ্চার চোখ ফুটে এবং তারা দেখা শুরু করে।

১২-১৫ দিন পর আস্তে আস্তে পাখির গায়ে পশম উঠা শুরু করে ।

১৬-১৭ দিন এর মধ্যে পাখির মাথায় পশম উঠে যায় ।।

১৮-২০ দিনের মধ্যে বাচ্চা মায়ের মুখ থেকে খাবার কেড়ে নিয়ে খাওয়া শুরু করে ।।

২১-২৪ দিনের মাথায় পাখির রঙ বুঝতে পারা যায়।

২৫-২৭ দিনের দিন পাখি নিজের পাখা মেলা শুরু করে এবং তখন তার পাখা সম্পূর্ণ পালকে  ভরে যায়।।

২৮-৩১ দিনের দিন পাখির পুরো শরীর পালকে  ঢেকে যায়।


৩২-৩৬ দিনের দিন পাখি শক্ত খাবার খাওয়া শুরু করে ।

৩৭-৩৮ দিনের দিন পাখি আপনাকে চিনতে শুরু করে এবং কাছে আসা শুরু করে ।

৩৯-৪২ দিনের মধ্যে পাখি ভালো ভাবে ওড়া শিখে যায় ।

৪৩-৪৪ দিনের মধ্যে বাচ্চা পাখিটি একটি পরিপূর্ণ পাখিতে পরিণত হয়ে যায় ।



budgerigar bird mature

 বাজরিগার পাখির সম্পর্কে আরও জানতে লিঙ্ক টিতে ক্লিক করুন

Leave a comment