বাচ্চা পাখির জন্য হ্যান্ডফিড বানানোর পদ্ধতি

Post by

যখন মেল ও ফিমেল বাজরিগর পাখি তাদের বাচ্চা পাখিকে ঠিক মত খাবার খাওয়ায় না বা যেকোনো জরুরী অবস্থায় পাখিদেরকে হ্যান্ড ফিডিং করাতে হয়।

বাজরিগর পাখির বাচ্চাকে হ্যান্ডফিড করানোর জন্য যেসকল উপকরণ এর প্রয়োজনঃ

  • চাল এক চামচ,
  • মুগ ডাল আধা চামচ,
  • বুটের ডাল দুই চামচ,
  • মিস্টি কুমরা এক চামচ,
  • গাজর আধা চামচ সিদ্ধ করে এর সাথে সিদ্ধ ডিম মিশিয়ে ব্লেন্ড করে ফেলুন। তারপর এর সাথে হালকা কুসুম গরম পানি মিক্স করে পাখিকে খাবার হিসাবে এটি খাওয়ান।

এই বাচ্চা পাখিদেরকে দুই সপ্তাহ না হয়া পর্যন্ত কোন ধরণের শাক-সবজি দেওয়া যাবে না।

বাজরিগর পাখির বাচ্চার বয়স যখন দুই সপ্তাহ হবে তখন বাচ্চা পাখির খাবার এর সাথে প্রত্যেক দিন একটা করে সাজনা-পাতা মিশিয়ে পাখিকে খাওয়াতে হবে দীর্ঘ এক মাস পর্যন্ত।

পাখির বাচ্চাকে অবশ্যই সিরিঞ্জ অথবা চামচ দিয়ে খাবার খাওয়াতে হবে। কখনোই বেশী খাবার খাওয়ানো যাবে না। বাজ্রিগর পাখির বাচ্চার পাখির পেট খালি হলে তাদেরকে হ্যান্ডফিড খাওয়াতে হবে। তবে প্রথম এক সপ্তাহ দুই ঘন্টা পরপর পাতলা করে খাবার খাওয়াতে হবে। পরের সপ্তাহে তিন ঘন্টা পরপর । তিন সপ্তাহ পর পাখি নিজেই চেয়ে খেয়ে নিবে। তখন আনুমানিক দিনে চার থেকে পাঁচবার পাখি খাবার খাবে।

পাখির বাচ্চাকে ৬০ ওয়াট লাইটের নিচে অথবা একটু দূরে রেখে একটি কাপড় উপর বসিয়ে দিয়ে ছিদ্র যুক্ত বক্সে রাখলে ভালো হবে। এই কাপড় যদি ভিজে যায় তখন পাখির বাচ্চার ঠাণ্ডা লাগতে পারে তাই প্রতিদিন একবার করে পাখির নিচের সেই কাপড় টা চেঞ্জ করলে বাচ্চার শরীর ভালো থাকবে। বাকিটা আল্লাহ,ভরসা।

তবে যতকিছুই খাওয়ান না কেন বাচ্চা পাখি তার বাবা-মা পাখির কাছেই ভালো থাকে। আর আমি বেশীরভাগ সময়ই পাখিকে হ্যান্ড ফিডিং এর জন্য অসুস্থ হতে দেখেছি।

সবচেয়ে জরুরী কথা হলো, পাখিকে কখনও সিরিঞ্জ দিয়ে মুখের ভিতরে নল ঢুকিয়ে খাওয়াবেন না। এতে বাচ্চার অনেক ক্ষতি হয়। একবার ভেবে দেখুন, যদি আপনাকে আপনার মুখের ভিতরে নল ঢুকিয়ে খাওয়ানো হয়, আপনার কেমন লাগবে? ও-তো ছোট বাচ্চা। তাই সবসময় পাখিকে চামচ দিয়ে খাওয়ানোর চেষ্টা করুন।

তবে, কেনা হ্যান্ড ফিডিং দিতে হলে Nutribird ছাড়া অন্য কোন খাবার দিবেন না।

বি:দ্র: টেম করার নামে অতিরিক্ত ছোট বাচ্চা কখনও কিনবেন না। আপনি যদি পাখিকে সময় দেন, তাহলে ২ বছর বয়েসের পাখিও টেম হবে। হ্যান্ডফিড করতে যেয়ে প্রচুর পাখির বাচ্চা মারা যায়। টেম করার জন্য সবচেয়ে উপযুক্ত বয়স হল, যখন সে নিজেই একা একা খাওয়া শিখবে, তখন পাখিকে টেম করাটা অনেক সহজ। আর এই বিষয়ক আরও ব্লগ পড়তে আমাদের বিভিন্ন ব্লগ পোস্ট গুলো মনোযোগ সহকারে পড়ুনঃ

Leave a comment