কথা বলা পাখি কোন গুলো 

Post by

হেলো ভিউয়ারস আজকে আমরা কথা বলতে পারে এমন সব পাখি নিয়ে আলোচনা করবো। আলোচনা করবো সেসব পাখি নিয়ে যাদের চাহিদাও পাখি পালকদের মধ্যে সবসময়ই অনেক বেশি থাকে। কথা বলা পাখির প্রতি সব সময়ই পাখি পালকদের আলাদা একটা আকর্ষণ রয়েছে।

আমাদের আজকের তালিকার মধ্যে যে সকল পাখি পরেছে সেই সব পাখির নাম হচ্ছে সবুজ-লাল তোতা, রিংড তোতা, ম্যাকাও, কাকাতুয়া পাখি, ময়না পাখি ইত্যাদি। তো চলুন কথা না বারিয়ে শুরু করা জাক আমাদের আজকের এই ব্লগ পোস্টটি।

কথা বলা আভিজাত্য সবুজ-লাল তোতা পাখিঃ

কথা বলা আভিজাত্য সবুজ-লাল তোতা পাখিঃ

পাপুয়া নিউ গিনির এই স্থায়ী বা বসবাসকারী পাখিকে বিশ্বের অন্যতম সুন্দর তোতা পাখি হিসাবে বিবেচনা করা হয়। এই আভিজাত্য সবুজ-লাল তোতা পাখিগুলোর মধ্যে পুরুষ পাখিদের গায়ে একটি উজ্জ্বল সবুজ রঙ থাকে, এবং স্ত্রী পাখি গুলোতে পালকটি লাল-ভায়োলেট হয়।

পুরুষদের ঠোঁটের মধ্যে একটি কমলা-হলুদ বর্ণ থাকে এবং স্ত্রী পাখিদের মধ্যে কালো বর্ণ থাকে। আর এই পাখিগুলো বাড়িতে রাখার জন্য একেবারেই আদর্শ, কারণ এরা খুব শান্ত এবং বন্ধুত্বপূর্ণ প্রকৃতির হয়ে থাকে। এর নিজেদের মালিককে অনুকরণ করে নানা শব্দ শিখে এবং আস্তে আস্তে তারা এইভাবে কথা বলা শিখে ফেলে।

আপনি চাইলে আমাদের অন্যান্য ব্লগ গুলো পড়তে পারেনঃ জেব্রা ফিঞ্চ পাখি-Zebra finch

কথা বলা ভারতীয় রিংড তোতা পাখিঃ

কথা বলা ভারতীয় রিংড তোতা পাখিঃ

নেকলেস তোতা পোষা পাখিটি প্রাণী হিসাবে শতাব্দী ধরে মানুষের সাথে বসবাস করে তাই আজ এটি একটি প্রিয় সহচর পাখি হিসাবে আমাদের মাঝে রয়ে গেছে। এটি একটি স্বভাবজাত পাখি যার জন্য অনেক মনোযোগ প্রয়োজন। তবুও, রঙিত এই তোতা পাখিটি  মালিককে অনেক বেশি তার প্রতি আকর্ষণীয় করে তুলে আর আনন্দিত করে।

এই ভারতীয় রিংড তোতা পাখির যে সকল গুণাবলী রয়েছে তা হল- খেলাধুলায় প্রাচুর্য এবং কথা বলার দুর্দান্ত ক্ষমতা দিয়ে আপনাকে তার প্রতি আরও বেশি অবাক ও আকর্ষণীয় করে তুলবে, এই পাখিকে আপনাকে অন্যান্য পাখির মত বেশি সময় দিতে হবে না।

কথা বলা ম্যাকাওঃ

কথা বলা ম্যাকাওঃ

পৃথিবীর সবচেয়ে দামি পাখি হচ্ছে ম্যাকাও। এই ম্যাকাও পাখিও পেরাকিট জাতীয় অথবা তোতা পাখির মত। এই পাখি গুলো যখন কথা বলে তখন মনে হয় কথা বলাটা এই পাখিদের অধিকার। পোষ্য পাখিদের মধ্যে ম্যাকাও হল সবচেয়ে বড় আর জনপ্রিয় ধরণের একটি পাখি ৷ তাই ম্যাকাওকে স্বপ্নের পাখি বা ড্রিম বার্ডও বলা হয় ৷ তবে ম্যাকাও হচ্ছে খুবই দামি একটি পাখি ৷ সাধারণত ১৯ মিউটেসনের ম্যাকাও পাখিটি হয়ে থাকে ৷ কিন্তু এখন এদের মধ্যে খালি ৬ ধরণের ম্যাকাও পাখি পাওয়া যায় আর বাকি প্রজাতির ম্যাকাও পাখি গুলো বিলুপ্ত হয়ে গিয়েছে।

পোষ্য হিসেবে আমরা যে ম্যাকাও গুলো দেখে থাকি সেগুলো হাইব্রিড হয়ে থাকে। এই পাখি গুলো নিজের মালিকের কাছে থেকে কথা শিখার পর ভালোই কথা বলতে পারে। সাধারণত নানা ধরণের ম্যাকাও পাখি পাওয়া যায়। উল্লেখযোগ্য হল লাল আর সবুজের মিশ্রন,হলুদ-লালের মিশ্রন আর নীল এবং সোনালী রঙের মিশ্রন৷ গাঢ় উজ্জ্বল রঙের জন্যই এদের দেখতে অনেক ভালো লাগে ৷ ম্যাকাও-এর আকার হয় মোটামুটি ১ থেকে ৩ ফুট ৷ এদের গড় আয়ু হয় ৫০ বছর এর কাছাকাছি ।

আপনি চাইলে আমাদের অন্যান্য ব্লগ গুলো পড়তে পারেনঃ Birds of Bangladesh

কথা বলা কাকাতুয়া পাখিঃ

কথা বলা কাকাতুয়া পাখিঃ

কাকাতুয়া পাখি হচ্ছে পাখালদের কাছে প্রিয় একটি নাম। এই কাকাতুয়া পাখির দাম তোতা পাখির মত না হলেও এর দাম কিন্তু কম নয়। ২১ টি প্রজাতির মধ্যে প্রায় সকল কাকাতুয়ারই কম বেশী আকর্ষণীয় পালক, ঝুটি এবং শক্তিশালী বাঁকানো ঠোঁট রয়েছে। এই পাখিদের কথা বলা এবং অনুকরনের অসাধারণ দক্ষতা রয়েছে। কাকাতুয়ার অধিকাংশ প্রজাতিই সাদা রং-এর হয়ে থাকে। কিন্তু কিছু প্রজাতির পাখির গায়ের রঙ ধূসর, খয়েরী, উজ্জল কালো বর্ণের হয়ে থাকে। সব থেকে বড় কাকাতুয়া পাখির দৈর্ঘ্যে ৩০ থেকে ৬০ সেন্টিমিটার এবং এদের ওজন ৩০০ থেকে ১,২০০ গ্রাম হয়ে থাকে। এরা অনেক সহজ লভ্য হয়।

কথা বলা ময়না পাখিঃ

কথা বলা ময়না পাখিঃ

ময়না পাখির নাম শুনেনি এমন মানুষ বোধকরি আমাদের দেশে খুবই কম আছেন। সারা পৃথিবীতে এক বিশাল এলাকাজুড়ে এই পাখির আবাসস্থল প্রায় ৩৯ লাখ ৯০ হাজার বর্গ কিলোমিটার এলাকাজুড়ে এদের আবাস। ময়না মাঝারি কালো রঙের পাখি। এদের দৈর্ঘ্য কমবেশি ২৯ সেমি। ডানা ১৭ সেমি, ঠোঁট ৩ সেমি, পা ৩.৫ সেমি, লেজ ৮ সেমি ও ওজন ২১০ গ্রাম। ময়না পাখিরা অনেক আকর্ষণীয় কারণ এরা তাদের মালিককে অনেকটা অনুকরণ করে। এরা তাদের মালিক থেকে কথা বলাও শিখে থাকে তাই এদের চাহিদা অনেক বেশি। কিছু বছর পূর্বে এদের এতটা চাহিদা না থাকলেও এখন এদের চাহিদা অনেক বেরে গিয়েছে ।

সো ভিউয়ারস আমাদের আজকের ব্লগ পোস্টটি এতুটুকই যদি আমাদের পোস্ট টি ভালো লেগে থাকে তাহলে আমাদের ব্লগ পোস্ট টিকে লাইক করে আমাদের পূর্বের পোস্ট গুলো পড়তে পারেন।

Leave a comment